উচ্চ মত্যু হার।
রোগ ডিমের মাধ্যমে সংক্রামিত হলে ছানা ফুটার ট্রেতে মৃতপ্রায় ছানা দেখা যায়।
মলদ্বারের চারপাশে সাদা মল লেগে থাকে।
অতিতীব্র প্রকৃতির রোগে পাখি হঠাৎ করে মারা যায়।
সবুজ বা হলুদ বর্ণের অতি দূর্গন্ধযুক্ত ডায়রিয়া দেখা দেয়।
মাথা ও ঝুটি বিবর্ণ ও সংকুচিত হয়।
|
প্রতিরোধ ও নিয়ন্ত্রনঃ
|
আক্রান্ত মুরগির ডিম ফুটানো থেকে বিরত থাকতে হবে।
ডিম ফুটানোর পূর্বে ইনকিউবিটর ও হ্যাচারী পরিস্কার পরিচ্ছন্ন করে ডিম ফুটাতে হবে।
বাসস্থান, খাদ্য ও পানির পাত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
দ্রুত চিকিৎসায় ভাল ফল পাওয়া যায়।
|
চিকিৎসাঃ
|
কোট্রিমোক্সাজোল, ক্লেরামফেনিকেল এবং পেনিসিলিন গ্রুপের ঔষধ এ রোগে বেশ কার্যকরী। সহায়ক চিকিৎসা হিসেবে ভিটামিন ও মিনারেলের ব্যবহার দ্রুত সেরে উঠতে সহায়তা করে।
|