খনিজ পদার্থের অভাবজনিত সমস্যা সমূহ
|
|
হাঁস-মুরগি উৎপাদন, দৈহিক বৃদ্ধি, স্বাস্হ্য রক্ষা ও প্রজননে খনিজ পদার্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খনিজ পদার্থ হাঁস-মুরগির হাড় গঠন, ডিমের খোসা গঠন, উৎসেচক তৈরী ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখে। হাঁস-মুরগির জন্য প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো যেমন-
১। ক্যালসিয়াম
২। ফসফরাস
৩। ম্যাঙ্গানিজ
৪। সোডিয়াম
৫। পটাশিয়াম
৬। আয়রন
৭। আয়োডিন
৮। ম্যাগনেশিয়াম
৯। অন্যান্য
|
|
|
|
|
হাঁস-মুরগির অস্থি নরম, বাঁকা, ভঙ্গুর, বিকৃত আকারের হয়।
বৃদ্ধি ব্যাহত হয়।
পালকের চাকচিক্য থাকে না।
পাখির ঠোঁট নরম ও বাঁকা হয়।
ডিম উৎপাদন কমে যায়।
মোররগ-মুরগি একে অপরকে ঠোঁকরায়।
পেশীর দূর্বলতা দেখা যায়।
ডিমের খোসা নরম ও পাতলা হয়।
|
প্রতিরোধ ও নিয়ন্ত্রনঃ
|
সুষম খাদ্য সরবরাহ করতে হবে।
খাদ্যে বিভিন্ন খনিজ পদার্থের অনুপাত সঠিকভাবে দিতে হবে।
হাঁড়ের গুড়া, শুটকী মাছ, প্রভৃতি খাবার সরবরাহ করতে হবে।
খাদ্যের সাথে লবণ ব্যবহার করতে হবে।
|
|
|