মাইকোপ্লাজমোসিস (সি.আর.ডি)
|
|
মোরগ-মুরগির মাইকোপ্লাজমা জনিত কয়েক প্রকার রোগকে সাধারণভাবে ক্রনিক রেসপিরেটরী ডিজিজ বা সি.আর.ডি বলে। এই রোগে প্রাথমিকভাবে মোরগ-মুরগির শ্বাসতন্ত্র আক্রান্ত হয়।
|
|
|
|
|
আক্রান্ত মোরগ-মুরগির শ্বাসনালীতে ঘড় ঘড় শব্দ হয়।
নাক দিয়ে সর্দি ঝরা সহ হাঁচি ও কাশি পরিলক্ষিত হয়।
আক্রান্ত পাখির খাদ্য গ্রহণ কমে যায় ও ওজন কমতে থাকে।
ডিম পাড়া মুরগির ডিম দেয়া কমে যায়।
|
প্রতিরোধ ও নিয়ন্ত্রণঃ
|
আক্রান্ত মোরগ মুরগিকে আলাদা করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
জীবাণুনাশক ব্যবহার করে মুরগির লিটার, খাবার ও পানির পাত্র ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে হবে।
|
চিকিৎসাঃ
|
টাইলোসিন, লিনকোমাইসিন, স্পাইরামাইসিন, স্যালিনোমাইসিন, টেট্রাসাইক্লিন জাতীয় ঔষধ করা করা যেতে পারে।
|
|
|