সাধরণতঃ তিন সপ্তাহের কম বয়সী হাঁস আক্রান্ত হয়।
আক্রান্ত হাঁসের ছানা চলাফেরা বন্ধ করে দেয় এবং একপার্শ্বে কাত হয়ে পড়ে থাকে।
আংশিকভাবে চোখ বন্ধ করে থাকে।
কিছু কিছু ছানা ঈষৎ সবুজ বর্ণের পাতলা পায়খানা করে।
খিঁচুনী হয় এবং ঘাড় পিছনে বেঁকে যায়।
১ সপ্তাহ কম বয়সী ছানার মৃত্যুহার প্রায় ৯৫%।
|
প্রতিরোধ ও নিয়ন্ত্রনঃ |
তিন সপ্তাহ বয়স পর্যন্ত হাঁসের বাচ্চাকে বয়স্ক হাঁস থেকে পৃথক ভবে পালন করতে হবে।
আক্রান্ত ছানাকে সুস্থ্য ছানা থেকে আলাদা করে চিকিৎসা দিতে হবে।
বাসস্থান ও খামার সরঞ্জাম পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
হাঁসের বাচ্চাকে টিকা প্রদান করতে হবে।
|
চিকিৎসাঃ
|
এ রোগের কার্যকরী কোন চিকিৎসা নাই। তবে ইমিউন ডাক থেকে (রোগ থেকে সেরে ওঠা) এন্টিসিরা ইনজেকশন .৫ এমএল করে ব্যবহার করা যেতে পারে।
|