পশু কান সজাগ ও চোখ বড় করে রাখে।
মুখ দিয়ে প্রচুর লালা ঝরে।
পানি পিপাসা হয়, তবে পান করতে পারে না।
ভীষণভাবে অশান্ত হয়ে উঠে।
শক্ত রশি ছাড়া আটকে রাখা যায় না।
সামনে যা পায় তা’ই কামড়ানোর চেষ্টা করে।
আক্রান্ত পশু পরিশেষে নিস্তেজ ও অবশ হয়ে মারা যায়।
|
করণীয়ঃ |
আক্রান্ত পশুকে মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে।
বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে।
গৃহপালিত কুকুরকে নিয়মিত প্রতিষেধক টিকা প্রদান করতে হবে।
চিকিৎসা অর্থহীন এবং কোন অবস্থায়ই ঔষধ খাওয়ানোর জন্য পশুর মুখে হাত দেয়া যাবে না।
|
প্রতিশেধকঃ |
পোষা কুকুর / বিড়ালকে নিয়মিত প্রতিশেধক টিকা দিতে হবে। টিকা দেয়া হয়নি এমন পশুর কামড়ে মানুষ / পশু আক্রানত্ম হলে অনতিবিলম্বে নির্ধারিত মাত্রায় প্রতিশেধক টিকা দিতে হবে।
|